বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপকতায় ৫ই আগষ্ট স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ২য় বারের মতো বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছে আন্দোলনকারীরা।
স্বাধীন বাংলাদেশের সকল বিশৃঙ্খলা নিরসনের পাশাপাশি বাংলাদেশকে সাজানোর দায়িত্বও নিজেদের কাঁধে তুলে নিয়ে দেশকে রাঙিয়ে দিচ্ছে তাঁরা। সারা দেশের ছাত্রছাত্রীদের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাকে সাজিয়ে তুলতে কাজ করছে একঝাঁক ছাত্রছাত্রী। এরই ধারাবাহিকতায় উপজেলার পোস্ট অফিস সংলগ্ন শহীদ মিনারকে আলপনার রঙে রাঙিয়ে দিচ্ছে লোহাগাড়ার ছাত্র-ছাত্রীরা।
শনিবার ১০ই আগষ্ট বিকেলে উপজেলার পোস্ট অফিস সংলগ্ন শহীদ মিনার রঙ তুলির আলপনায় সাজিয়ে তুলতে দেখা যায় একঝাঁক ছাত্র-ছাত্রীকে। সুশৃঙ্খল ভাবে শহীদ মিনারকে আলপনার রঙে রাঙিয়ে দেওয়ার কাজে লিপ্ত ছিলো তাঁরা।
তাদের কয়েকজনের সাথে আলাপকালে তাঁরা দৈনিক আজাদীকে বলেন, আমরা শুধুমাত্র আন্দোলন করতেই জানি সেটা নয়, আমরা শৃঙ্খলা রক্ষা করাসহ দেশকে সাজিয়ে তুলতেও জানি, তাই সবাই মিলে শহীদ স্মরণে নির্মিত শহীদ মিনারকে আলপনার রঙে রাঙিয়ে দিয়েছি, পর্যায়ক্রমে পুরো দেশটাকে এভাবে রাঙিয়ে দিবো।