প্রয়াত সংগীত গুরু পণ্ডিত প্রদীপ চক্রবর্তীকে উৎসর্গ করে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো আর কে মিউজিক একাডেমির রজত জয়ন্তী অনুষ্ঠান। আর কে মিউজিকের অধ্যক্ষ ও পরিচালক আর কে চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তপতী চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, প্রশান্ত পাণ্ডে, নারায়ণ কর্মকার। শেষে পণ্ডিত প্রদীপ চক্রবর্তীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও একাডেমির ছাত্র–ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সঞ্চালনায় ছিলেন, দেবাশীষ চক্রবর্ত্তী ও শুচিস্মিতা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি