আর কত?
আর কত শোকে আহত
আর কত বুকের বাঁ পাশে
এক টুকরো কালো কাপড় কিংবা
এক বা দুদিনের রাষ্ট্রীয় শোক?
জাতীয় পতাকাটা নীরবে অর্ধনমিত,
অথবা মিডিয়াগুলোর ব্রেকিং নিউজ?
এর চে’ বেশি হয়তো অনুদান।
আর কত?
এপাড়ে ওপাড়ে জবুথবু লাশের বহর?
যেন মৃত্যুপুরীর ব্যুহচক্রের হাট।
লাশ নেবে লাশ, হরেক রকম লাশ,
চোখ খুললেই, কান পাতলেই লাশ হকারের ডাক
সারি সারি লাশ, থরে থরে লাশ।
অলিতে গলিতে, বয়ে চলা নদীর স্রোতে
বাস, ট্রাক, ঝোপে– ঝাড়ে, হাটে মাঠে
মন্দির কিংবা মসজিদে, ঘরে বাইরে….
আর কত?
আর কত শোকের উন্মাদনা?
কখনো অগ্নিগিরির লেলিহান শিখায় ঝলসানো মাংসপিণ্ড
কখনো নরপিশাচের লোলুপতার কাছে পরাজিত সতীত্ব
কখনো চক্রযানে পিষ্ট হয়ে যাওয়া স্বপ্ন
কখনো সিঁথির সিঁদূর, মেহেদীর কাঁচা ঘ্রাণ মুছে যাওয়ার অমানিশার তিথি
কখনো বা সংক্রমণের আক্রমণে হার মানে বাঁচতে চাওয়ার আকুতি।
আর কত?
বিশ্ব তুমি হবে শোকাহত?
তুমি নিত্য শোক দিবস উদযাপন করো
তোমার কী দায়, তোমার কী আসে যায়?
যার যায় সে বুঝে, দহনটা কোথায়?
তুমি জাগ্রত হও, জাগ্রত করো বিশ্ববিবেক
শোক তাপ পরিত্যাগ করে
মৃত্যুর মিছিলের স্রোতে এবার লাগাম ধরো।