ঢাকার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল আগামী ২৭ জুলাই সুবাহর মামলার বিষয়ে সিদ্ধান্ত দেবে। যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে যে মামলা করেছিলেন তার স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহা, আপস হওয়ায় তা তুলে নেওয়ার আবেদন করেছেন তিনি। সোমবার ঢাকার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালতে হাজির হয়ে তিনি বলেছেন, দেনমোহরের টাকা বুঝে পাওয়ায় এখন তার আর কোনো অভিযোগ নেই, ইলিয়াসের সঙ্গে সংসার করতেও তার আপত্তি নেই। খবর বিডিনিউজের।
তার বক্তব্য শোনার পর বিচারক এ মামলা আগামী ২৭ জুলাই রায়ের জন্য রেখেছেন। রায় ঘোষণার আগে ওইদিনই মামলার যুক্তিতর্কের শুনানি হবে বলে তিনি জানিয়েছেন। চলতি বছরের ৩ জানুয়ারি সুবহা ঢাকার বনানী থানায় ইলিয়াসের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ২২ ফেব্রুয়ারি ইলিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তেজগাঁও নারী সহায়তা ও তদন্ত বিভাগের এসআই মাছুমা আফ্রাদ। এর পর ২২ মার্চ ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭। গত ১৯ জুন একই আদালত ইলিয়াসকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
সাক্ষ্যগ্রহণের তারিখ থাকায় সোমবার আদালতে হাজির হন অভিনেত্রী সুবহা। আর গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় ইলিয়াস এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ এবং আসামি পক্ষের আইনজীবী হায়দার তানভীর জামান আদালতে উপস্থিত ছিলেন। বেলা ১১টায় বিচারকাজ শুরু হলে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে ইলিয়াসের সঙ্গে আপস হয়েছে জানিয়ে সাক্ষ্য দেন সুবহা। আইনজীবী অরেঞ্জ বলেন, সাক্ষীর বয়ানে সুবহা আদালতকে বলেন, আমাদের মধ্যে তালাক হওয়ার পর আমি দেনমহোর ও ভরণপোষণ পেয়ে গেছি। তার (ইলিয়াস) সঙ্গে আমার আর কোনো বিরোধ নেই। এখান ইচ্ছা করলে ইলিয়াস আমার সঙ্গে আবার সংসার শুরু করতে পারে।