ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কোনো কর্মকর্তা–কর্মচারী প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ কোনো অর্থ পাবেন না। গতকাল বুধবার এক সার্কুলারে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের এ বিষয়ে জানিয়েছে। একই সঙ্গে এনবিএফআইয়ে কর্মরতদের নিয়মিত চাকরি শেষে চূড়ান্ত অবসরের সময়ে প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটির অর্থ সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খবর বিডিনিউজের।
এর আগে এক সার্কু্লারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, বয়স ৬৫ বছর হওয়ার পর কোনো ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক পদে নিয়োজিত বা বহাল থাকতে পারবেন না। বয়সসীমা নির্ধারণে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা–কর্মচারীদের বয়সসীমার বিধান প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।