আর্থিক কষ্ট লাঘবে সড়ক পরিবহন আইন সংশোধন জরুরি : শাজাহান খান

চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সম্মেলন

| রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান বলেছেন, পণ্য পরিবহন সেক্টর হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবহন শ্রমিকদের অর্থনৈতিক পরিবর্তন, জীবন মান উন্নয়ন ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তন নয়, বরং সংশোধন জরুরি। এ আইনে কিছু কিছু ধারা আছে যা মরার উপর খাঁড়ার ঘা। পরিবহন মালিক-শ্রমিকদের আর্থিক কষ্ট লাঘবে এ আইন সংশোধন করার জন্য ৩৪টি সংশোধনী দিয়ে সরকার ও আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে। আশাকরি কিছুদিনের মধ্যে সুফল মিলবে। তাই এ সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর কদমতলীস্থ হাজী আবুল খায়ের মেম্বার মার্কেট চত্বরে অনুষ্ঠিত বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিকের মধ্যে ঐক্য থাকতে হবে। নসিমন, করিমন ও ভটভটির মহাসড়কে চলাচলের কোনো অধিকার নেই। এগুলোর কারণে সড়ক নিরাপদ নয়। এগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। সংগঠনের সভাপতি মো. আবদুল মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মো. নুরুল আবছারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, রুস্তম আলী খান, খালেদ মাহমুদ, মৃনাল চৌধুরী। বার্ষিক প্রতিবেদন পেশ করেন মো. নুরুল আবছার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক ও দীন মোহাম্মদ। সম্মেলনে সর্বসম্মক্রিমে মো. আবদুল মান্নানকে সভাপতি ও মো. নুরুল আবছারকে মহাসচিব করে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের আংশিক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ঘরের উঠান থেকে সিএনজি চুরি
পরবর্তী নিবন্ধক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামকে ইউসিবির অনুদান