ইডেন ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় ইডেন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে যুব উন্নয়ন অধিদপ্তর পাহাড়তলী ইউনিট পরিচালিত সেলাই, পারিবারিক হাসমুরগী পালন, গরু মোটাতাজাকরণ, নার্সারি ও ফল- ফুলের চাষের স্বল্পমেয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা গত ১ মার্চ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান। সমাপনী অনুষ্ঠানে ৬টি প্রশিক্ষণ ব্যাচের ১৮০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাসনীম জিহানের উপস্থাপনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন উপ পরিচালক প্রজেষ কুমার সাহা, পাহাড়তলী থানা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোরশেদ, কোতোয়ালী থানা যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দীন, সহকারী থানা উন্নয়ন কর্মকর্তা জাকের আহমদ, ইডেন ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি নাসরীন সুলতানা, ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শেখ সাব্বির এবং প্রধান নির্বাহী আবদুল আউয়াল। প্রেস বিজ্ঞপ্তি।