আর্তমানবতার সেবার চেয়ে উত্তম কাজ আর নেই

সিদ্দিক রেজওয়ানা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

| সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

 

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, আর্তমানবতার সেবার চেয়ে উত্তম কাজ আর নেই। যাদের মধ্যে মানবিক মূল্যবোধ কাজ করে তারাই প্রকৃত মানুষ। তিনি বলেন, হতদরিদ্র ও সীমিত আয়ের মানুষেরা এ শীতে কষ্টে দিনযাপন করছে। শীতার্তদের শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে অসচ্ছল মানুষকে সেবা করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই শীতে করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় তিনি নগরবাসীকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে ও দ্রুত কোভিড ভ্যাক্সিন নিতে আহ্বান জানান। গতকাল রোববার আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওয়েলফেয়ারের চেয়ারম্যান সৈয়দ মাহামুদুল হকের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলী জুয়েলের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জাহেদা বেগম পপি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম, আকরাম হোসেন সবুজ, আবদুল মান্নান কাজল, আবদুর রহমান মিয়া, মুহাম্মদ শাহ আলম, জহিরুল ইসলাম, দিদারুল আলম, আকবর আলী, ওসমান গনি আলমগীর, হাফেজ মো. সাহাবুদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসভ্যতার অগ্রযাত্রায় পদার্থ বিজ্ঞানের অবদান অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধমমতার বিনামূল্যে চক্ষু সেবা