টোকিও অলিম্পিকসের ফুটবল ইভেন্টে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। মিশরকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা। রোববার ‘সি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে যাত্রা শুরু করেছিল ২০০৮ সালে সর্বশেষ এ ইভেন্টের সোনা জেতা দলটি। স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে আসা মিশর এদিন আর্জেন্টিনাকেও আটকে রাখে প্রথমার্ধে। ৫২তম মিনিটে আর পারেনি তারা; ফাকুন্দো মেদিনার গোলে এগিয়ে যায় অলিম্পিকের ফুটবল ইভেন্টে দুইবারের চ্যাম্পিয়নরা। অনূর্ধ্ব-২৩ দলের এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার স্পেনের মুখোমুখি হবে।এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেই আইভরিকোস্টের কাছে পয়েন্ট হারিয়েছে গতবারের সোনাজয়ী ব্রাজিল। গতকাল রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। শুরুর দিকে দগলাস লুইসকে হারানোর ধাক্কায় একজন কম নিয়ে খেলে খুব একটা সুবিধা করতে পারল না ব্রাজিল। রিশার্লিসনের হ্যাটট্রিকে জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে মিশন শুরু করেছিল ব্রাজিল।
ত্রয়োদশ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার দগলাস লুইস। এক জন কম নিয়ে বিরতির আগে আইভরিকোস্টর তিন শটের বিপরীতে কেবল একটি শট লক্ষ্যে রাখতে পারে দানি আলভেসের নেতৃত্বাধীন দলটি। দ্বিতীয়ার্ধে ভালোই লড়াই করে তারা, কিন্তু পায়নি জালের দেখা। ৮০তম মিনিটে আইভরিকোস্টও পরিণত হয় ১০ জনের দলে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এবুই কোয়াসি। এই গ্রুপে দুই ম্যাচ শেষে দুই দলের পয়েন্টই সমান ৪ করে, তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ব্রাজিল।