আরো ৯ কর্মকর্তা বরখাস্ত

এনবিআরে আন্দোলন

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগের অধ্যাদেশের বিরোধিতার আন্দোলনে ‘সংগঠকের ভূমিকা পালন’ করায় প্রথম দফায় চারজনের পর আরও পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার এ নিয়ে একই দিনে পৃথক প্রজ্ঞাপনে মোট নয়জন কর্মকর্তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। খবর বিডিনিউজের।

মেজুনের সেই আন্দোলনে ‘সংগঠকের ভূমিকা পালন’ করার অভিযোগে এদিন দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করা হয়েছে দুইজন অতিরিক্ত কর কমিশনার, দুইজন যুগ্ম কর কমিশনার ও কেন্দ্রীয় গোয়েন্দা সেলের একজন পরিচালককে। তাদের বরখাস্তের পর এনবিআরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। কর ক্যাডারের এসব কর্মকর্তা হলেনঅতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা ও সুলতানা হাবীব, যুগ্ম কর কমিশনার মো. মেসবাহ উদ্দিন খান ও মো. মামুন মিয়া এবং সিআইসির পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী। এর আগে কাস্টমস ক্যাডারের অতিরিক্ত কমিশনার আবুল আ’লা মোহাম্মদ আমীমুল ইহসান খান ও সাধন কুমার কুন্ডু, যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির ও উপ কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলামের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়।

চার কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, এনবিআরে দুটি স্বতন্ত্র বিভাগ করার অধ্যাদেশের বিরোধিতা করে এনবিআর ও কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মচারীদের কর্মসূচি চলাকালীন তারা সংগঠকের ভূমিকা পালন করেছেন। তাদের বিরুদ্ধে অন্য কর্মচারীদের ‘দাপ্তরিক কাজ সম্পাদনে বাধা প্রদান’ এবং ‘কাজ ত্যাগ করে রাজস্ব ভবনে আসতে বাধ্য করার মাধ্যমে দেশের আমদানিরপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করার’ অভিযোগ রয়েছে। এ কারণে এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে বিভিন্ন দফায় আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত, বদলির মত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার প্রায় একমাস পর ফের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত এল।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনি কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে ফুটপাতে হকার বসতে পারবে না : মেয়র