টানা বর্ষণের ফলে ঝুঁকিতে থাকা নগরীর পাহাড়গুলো থেকে আরো ৮০ টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। এরমধ্যে আকবরশাহ এলাকার টাংকির পাহাড়ের পাদদেশ থেকে ৫টি পরিবারের ২০ জন, আকবরশাহ এলাকার ঝিল–১, ২ ও ৩ পাহাড়ের পাদদেশ থেকে ২৫ টি পরিবারের ৭০ জন এবং লালখান বাজারের হারুন নামের এক ব্যক্তির ব্যক্তিগত পাহাড় এবং বাটালি হিল থেকে ৫০ টি পরিবারের দেড়শ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট এলাকায় থাকা আশ্রয়কেন্দ্রে এসব লোকজনকে রাখা হয়েছে। এছাড়া লালখান বাজারের ইলমুল কোরআন মাদ্রাসার একটি ছাত্রাবাসের ৩০ জন ছাত্রকে একই মাদ্রাসার অপর একটি ছাত্রাবাসে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে ঝুঁকিতে থাকা লোকজনকে পাহাড়ের পাদদেশ থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল্লাহ মজুমদার।
তিনি বলেন, আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। আমরা ঝুঁকিতে থাকা লোকজনকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এখন পর্যন্ত (গতরাত ৯টা পর্যন্ত) নগরীর পাহাড় বা পাহাড়ের পাদদেশে পাহাড় ধসের কোন ঘটনা ঘটেনি। জেলা প্রশাসন জানায়, গত বুধবারও নগরীর আকবরশাহ ও লালখান বাজার এলাকার পাহাড়ের পাদদেশ থেকে ৯৫ টি পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।