আরো ২৬ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া আরো ২৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল শনিবার একটি ট্রলারসহ এই ২৬ জন জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে আরাকান আর্মি। বিকালে নাফ নদীর টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। আর মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে রয়েছে। তাদের তৎপরতায় বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল ও শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে কয়েকটি ভিন্ন ভিন্ন দলে ২৬ জন জেলে ট্রলারযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত বাংলাদেশমিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল। তাই আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে এসব জেলেদের পৃথকভাবে ট্রলারসহ আটক করে নিয়ে যায়। বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে তৎপরতা অব্যাহত রাখে। এর অংশ হিসেবে গতকাল শনিবার বিকালে একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জন জেলেকে ফেরত আনা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, ফেরত আসা জেলেদের বিস্তারিত তথ্য নিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ স্বজনদের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা নেবে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়ল দুই ভাইয়ের বসতঘর