আরো বহু পথ পাড়ি দেবে নিষ্ঠা ফাউন্ডেশন

বার্ষিক সভায় সুজনের আশাবাদ

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের বার্ষিক সভা ও স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা গত ৬ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। নিষ্ঠার ভাইস চেয়ারম্যান এমএ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন এবং বার্ষিক পরিকল্পনা ও বাজেট উপস্থাপন করেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও চবির সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। নিষ্ঠার পিআরও আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি বলেন, নিষ্ঠার মানবিক কাজগুলো ব্যতিক্রমী ও টেকসই। করোনাকালে তাদের বহুমুখী সেবার মাধ্যমে তারা মানুষের অন্তরে ঠাঁই করে নিয়েছে। নিষ্ঠা আরো বহু পথ পাড়ি দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন আল্লামা সৈয়দ নাছেরুল হক চিশতী। বক্তব্য রাখেন লায়ন নাজমুল শাকের, শাহজাহান লিটন, শাহেদ আলী চৌধুরী, এসএম জলিল, দেওয়ান মাকসুদ আহমেদ। কামরুদ্দিন ছিদ্দিক, অধ্যাপক তাসলিম চৌধুরী, অধ্যাপক এরশাদুর রহমান, ডা. শহীদুল্লাহ চৌধুরী, সাজেদা বেগম। শেষে স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ২৩১ জনকে ক্রেস্ট, সনদ, পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসেপ চট্টগ্রাম অঞ্চলের নারী দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধতথ্যপ্রযুক্তির নির্ভরতায় দেশ ও জাতির উন্নয়নে একযোগে কাজ করতে হবে