আরো প্রণোদনা চায় বিজিএমইএ

| মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১১:২১ পূর্বাহ্ণ

মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তৈরি পোশাকের বাজার সংকুচিত হয়ে উঠছে দাবি করে শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, আরেকটি প্রণোদনা না পেলে এই রপ্তানি খাতের জন্য টিকে থাকা কঠিন হবে। গতকাল সোমবার বিজিএমইএর ৩৭তম বার্ষিক সাধারণ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রুবানা হক বলেন, ‘সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ, অনুগ্রহ করে শিল্পের জন্য যে প্রনোদনা প্যাকেজটি দিয়েছেন, তার মেয়াদ বৃদ্ধি করে দিন। একইসাথে প্রয়োজনে নতুন সহায়তা দেওয়া যায় কিনা তা সহানুভূতির সাথে বিবেচনার অনুরোধও করছি।’ খবর বিডিনিউজের।
মার্চ মাসে মহামারী শুরুর পর পোশাক খাতের রপ্তানি পরিস্থিতি কার্যত থমকে দাড়ায়। সেই পরিস্থিতিতে শ্রমিকদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন পরিশোধ করতে ৪ শতাংশ সুদে সাড়ে সাত হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয় পোশাক খাতে। মালিকদের আবেদনে পরে জুলাই মাসে দেওয়া হয় আরও প্রায় তিন হাজার কোটি টাকা। স্বল্পসুদের এই ঋণ আসছে জানুয়ারি মাস থেকে পরিশোধের কথা রয়েছে। এদিকে মহামারী শুরুর পর এপ্রিল মাসে ১১৫০টি পোশাক কারখানার ৩ দশকি ১৮ বিলিয়ন ডলার সমমূল্যের যে রপ্তানি আদেশ বাতিল হয়েছিল তার ৯০ শতাংশ আবার ফিরেও এসেছে। এমনই একটি পরিস্থিতিতে মহামারীর দ্বিতীয় ধাক্কার কারণে রপ্তানি পরিস্থিতি আবারও নেতিবাচক ধারার দিকে যাচ্ছে বলে জানালেন মালিকপক্ষের নেতারা।

পূর্ববর্তী নিবন্ধরেলের স্বার্থে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করব
পরবর্তী নিবন্ধমাদারবাড়িতে ৭ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা