আরো চারটি দেশের সাথে প্রীতি ম্যাচ খেলতে চায় বাফুফে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

মার্চে মালদ্বীপ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছে তারা। এবার তারই ধারাবাহিকতায় আরও চারটি দেশকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯-২৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডো রয়েছে। এই নয় দিনের মধ্যে আরও ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। ফ্রেন্ডলি ম্যাচ খেলতে লাওস, কম্বোডিয়া, চাইনিজ তাইপে এবং গুয়ামকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা সেপ্টেম্বর উইন্ডোতে ম্যাচ খেলার জন্য চারটি দেশকে প্রস্তাব দিয়েছি। এখনও কোন দেশ থেকে ইতিবাচক জবাব পাইনি। আবার দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করবো। কোনও দেশ খেলতে রাজি হলে তখন সিদ্ধান্ত হবে খেলা কোথায় হবে।’ এ বছর বাংলাদেশ এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে তিনটি ফ্রেন্ডলি ও তিনটি টুর্নামেন্টের। ছয় ম্যাচের একটিও জিততে পারেনি বাংলাদেশ। চারটি হেরেছে, দুইটি ড্র করেছে। বাংলাদেশ সবশেষ ম্যাচ জিতেছে গত বছর নভেম্বরে, মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধের মধ্যেই ইউক্রেনে ফিরছে ফুটবল
পরবর্তী নিবন্ধএশিয়া কাপের আলোচনায় আবার বাংলাদেশের নাম