তামিম ইকবাল বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে হয়তো মনটা খারাপ হওয়ার কথা তামিমের। কারন অন্তত দুটি সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন তামিম। তারপরও পাল্লেকেলেতে টেস্টের পঞ্চম দিনের দ্যুতিময় ব্যাটিংয়ে অবিশ্বাস্য এক রেকর্ডের মালিক বনে গেলেন তামিম ইকবাল। অবশ্যই এর আগে এমন রেকর্ড দেখেনি ক্রিকেট বিশ্ব। সেটা হল দলীয় রানের সঙ্গে ব্যক্তিগত রানের ব্যবধানের রেকর্ড। আগে যা একচ্ছত্র দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার জন লিয়ন্স ও ক্যারিবীয় ক্রিস গেইল। গতকাল রোববার ক্যান্ডিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনার তামিমের যখন হাফ সেঞ্চুরি হলো, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর এর চেয়ে মাত্র ২ রান বেশি। অর্থাৎ ৫২। এর আগে কোনো ব্যাটসম্যান অর্ধশতক ছোঁয়ার সময় দলের সর্বনিম্ন স্কোর ছিল ৫৫। সেটাও ১৩১ বছর আগে। ১৮৯০ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনার জন লিয়ন্সের অর্ধশতকের সময় তাঁদের দলীয় স্কোর ছিল ৫৫। ১২৪ বছর পরে অজি লিয়ন্সের রেকর্ড ছুঁতে পেরেছিলেন শুধুই ক্যারিবিয় টর্নেডো ক্রিস গেইল। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পোর্ট অব স্পেনে তাঁর অর্ধশতকের সময়ও ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৫৫। কিন্তু গতকাল পাল্লেকেলেতে তাদের রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশের সেরা রান সংগ্রাহক তামিম ইকবাল।
পাল্লেকেলে টেস্টে তামিম ইকবালের ৯০ ও অপরাজিত ৭৪, নাজমুল হোসেন শান্তর ১৬৩, মোমিনুল হকের ১২৭, মুশফিকুর রহিমের অপরাজিত ৬৮ ও লিটন দাসের ৫০ রানে দেশের বাইরে টানা ৯ টেস্ট হারার পর একটি ম্যাচে ড্র’র স্বাদ পেল বাংলাদেশ। এর ড্রয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ ম্যাচে প্রথম পয়েন্টের দেখাও পেল লাল সবুজের দল। এই টেস্টে তামিম যেমন ফিরেছেন তামিম রূপে তেমনি অন্য ব্যাটসম্যানরাও দারুন ব্যাটিং করেছেন। তবে তামিমের জন্য আফসোসটা থেকেই গেল। কারন নিজের সেঞ্চুরির সংখ্যাটা আরো বাড়িয়ে নেওয়ার এর চাইতে ভাল সুযোগ হয়তো আর আসবে না তার সামনে। প্রথম ইনিংসে নিজের ভুলে আউট হয়ে গিয়েছিলেন ৯০ রান করে। তবে দ্বিতীয় ইনিংসে বাগড়া বসালো আবহাওয়া। বৃষ্টির কারণে চা বিরতির পর আর মাঠে নামতে পারেনি বাংলাদেশ। নাহয় হয়তো দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিটা পেয়েও যেতে পারতেন দেশের সেরা এই ব্যাটসম্যান।
তারপরও এই ম্যাচটি ড্র করতে পারা সে সাথে একটি পয়েন্ট সংগ্রহ করতে পারাটা অনেক বড় বিষয় বাংলাদেশ দলের জন্য। এখন প্রথম টেস্টের অভিজ্ঞতাটা দ্বিতীয় টেস্টে কাজে লাগাতে পারলেই হলো।