বাঁশখালীর চাম্বলে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় মীরকান (২১) নামে আরো এক আসামিকে নগরীর বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার ওসি (তদন্ত) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে এ মামলার তিন আসামিকে আটক করা হয়েছে। এর গত শনিবার রাতে সামশুল আলম (৩৫) ও তৌহিদুল ইসলাম (২৯) নামে দুজনকে আটক করেছিল পুলিশ। তাদের সবার বাড়ি চাম্বল এলাকায়। এদের মধ্যে সামশুল আলম মৃত জাহাঙ্গীর আলমের, তৌহিদুল ইসলাম জাফর আহম্মেদের এবং মীরকান সফিউল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাম্বল বাজারের মুরগি ব্যবসায়ী নুরুল ইসলামের কাছ থেকে প্রথমে টাকা ছিনতাই করলে তা অনেকটা নীরব ছিল। কিন্তু দ্বিতীয়বার ১৬ মার্চ রাতে ছিনতাইকারীদের চেনায় তারা তাকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান ওসি (তদন্ত) মো. আজিজুল ইসলাম। এ ঘটনায় নিহতের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর। এ মামলার তদন্ত ভার দেয়া হয়েছে বাঁশখালী থানার ওসি (তদন্ত) মো. আজিজুল ইসলামকে।