নগরীর বায়েজিদ এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন।
রবিবার রাত ৯টার দিকে বায়েজিদ থানাধীন আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মোহাম্মদ ইমন (২৭) ওই এলাকার নুর কাশেমের ছেলে। বিডিনিউজ
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হলে সেখানে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ইমন।
স্থানীয় সাদার্ন বিশ্ববিদ্যালয় হাসপাতাল হয়ে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয়রা জানান, আরেফিন নগর এলাকার সোহেল ও রিপন নামে দু’জনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগকর্মী ইমন ছুরিকাঘাতের শিকার হন।
ইমন বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে তার স্বজনরা দাবি করেছেন।
ছুরিকাঘাতের পাশাপাশি ইমনের মাথায়ও আঘাত লেগেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি প্রিটন।