আরেক পুলিশ সুপার বাধ্যতামূলক অবসরে

| মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ৯:৪৪ পূর্বাহ্ণ

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই আরেক পুলিশ সুপারকে অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত ১৬ নভেম্বর এক আদেশে পুলিশ সুপার ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে অবসরে পাঠালেও তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গত রোববার। খবর বিডিনিউজের।

পুলিশের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) অতিরিক্ত কমান্ড্যান্ট জিল্লুর রহমানকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে।

এ নিয়ে বিসিএস পুলিশ ক্যাডারের মোট সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। এর মধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি ও পাঁচজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধসৎ মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার