আরেক আফগান সাংবাদিককে গুলি করে হত্যা

| রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

আফগানিস্তানের ঘোর প্রদেশে বিসমিল্লাহ আদেল আইমাক নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে গত দুই মাসে দেশটির পাঁচজন গণমাধ্যমকর্মী হত্যাকাণ্ডের শিকার হলেন। গতকাল শনিবার ২৮ বছরের বিসমিল্লাহর নিহতের খবর নিশ্চিত করেন আফগান কর্মকর্তারা। তারা বলেন, বিসমিল্লাহ সাদা-ই-ঘোর রেডিওর প্রধান সম্পাদক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ নগরীতে অজ্ঞাত বন্দুকধারীরা বিসমিল্লাহর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে হত্যা করে। খবর বিডিনিউজের।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, তার সরকার বাকস্বাধীনতার সমর্থন করে এবং এর প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।
টুইটে তিনি লেখেন, ‘তালেবান বা অন্যান্য জঙ্গিদল এ ধরনের হামলা চালিয়ে সাংবাদিক ও সংবাদমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে পারবে না।’ এদিন অজ্ঞাত হামলাকারীরা দেশটির একজন সমাজকর্মীকেও হত্যা করেন।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী লাখভি আবারও গ্রেফতার
পরবর্তী নিবন্ধ১১৮তম জন্মদিন উদযাপন সবচেয়ে বয়স্ক নারীর