আরেকটা এক-এগারোর পাঁয়তারা চলছে : নাহিদ

| শনিবার , ২৪ মে, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

দেশের গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত করে আরেকটা একএগারো করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ‘দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে’এমন কথাও বলছেন তিনি।

প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে দেশের রাজনীতিতে চলমান অস্থিরতার মধ্যে এমন মন্তব্য করলেন এনসিপির শীর্ষ নেতা। খবর বিডিনিউজের।

গতকাল শুক্রবার নিজের ফেইসবুক পেইজে তিনি লেখেন, “বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে। “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লি থেকে ছক আকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা একএগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে।” তিনি বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থি ও ধর্মপ্রাণ ছাত্রজনতাকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। “দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে।”

পূর্ববর্তী নিবন্ধড. ইউনূসের পদত্যাগ বিএনপির দাবি নয় : সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধবন্ধ থাকা সড়ক আলোকায়ন প্রকল্প চালু করতে চায় চসিক