বিশ্বকলোনী শাখা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ব্যাডমিন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত রবিবার রাত ৮ টায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসান মাহমুদের সভাপতিত্বে ও যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াছ খান এবং গোলাম মাওলা পাবেলের সঞ্চালনায় পি ব্লক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইস্রাফিল খসরু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মইনুদ্দিন চৌধুরী মাঈনু, আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম, রায়হান উদ্দিন প্রধান, জমির আহমেদ, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, মীর জাহাঙ্গীর আলম, কুইন্টন রিভারো, সখিনা বেগম, নার্গিস আক্তার, তাজুদ্দিন লিটন, ইসমাইল হোসেন বাবু, শাহাদাৎ, সাদ্দাম, রিপন, সুমন বড়ুয়া, রাজু প্রমুখ। ব্যাডমিন্টন টুর্র্নামেন্টের ফাইনাল খেলায় ইংলিশ ক্যাপচুল এবং ফ্রেন্ডশীপ গোস্ট একাদশ অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় ইংলিশ ক্যাপচুল দল। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।