আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না যুবরাজ সালমান

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

আলজেরিয়ায় আগামী ১ নভেম্বরে অনুষ্ঠেয় আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় শনিবার রাতে এক বিবৃতিতে একথা জানিয়েছে। চিকিৎসকের ভ্রমণ না করার পরামর্শেই আপাতত আলজেরিয়ায় যাচ্ছেন না সালমান। বিবৃতিতে বলা হয়েছে, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবৌনির সঙ্গে এক ফোনালাপে আরব সম্মেলনে অংশ নিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। খবর বিডিনিউজের।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয়ও পরে দুই দেশের নেতার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। তবে এতে সম্মেলনে যুবরাজ সালমানের অংশ না নেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। নভেম্বরের ১ থেকে ২ তারিখ পর্যন্ত আরব রাষ্ট্রপ্রধানরা আলজিয়ার্সে ৩১তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকছেন ঋষি সুনাক
পরবর্তী নিবন্ধচীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে নেই কোনো নারী