আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আরবি অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা। আরবি ভাষা আল্লাহর ওহির জ্ঞান নির্ভুলভাবে অর্জন করার চাবিকাঠি একটি পূর্ণাঙ্গ জীবন বিধানকে জানতে আরবি ভাষা রপ্ত করা প্রয়োজন।
গতকাল রোববার আইআইইউসি’র আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী কথাগুলো বলেন। বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মুহাম্মদ মইন উদ্দিন আল আযহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল মুহাম্মদ কাসেম, পিএসসি (অবঃ) এবং কলা অনুষদের ডিন মোহাম্মদ ইয়াসিন শরীফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের বিদায়ী চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, কাউসার মাহমুদ, আবু ত্বহা মাক্কী ও জুহাইয়ের ফোরকান। প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আরবি ভাষা ও সাহিত্য নিয়ে যারা অনার্স–মাস্টার্স করছে তারা অনেক ভাগ্যবান। আরবি ভাষা শিখতে পারলে এবং তার সাথে আন্তরিকতা যোগ হলে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সহজ হয়। বিশ্বের একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা আরবি। আরবি ভাষার একটি শব্দের ওজন অনেক বেশি। যা বোঝার জন্য বাংলা বা ইংরেজি ভাষার চার–পাঁচটি শব্দের আশ্রয় নিতে হয়। সংবাদ বিজ্ঞপ্তি।