আরফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৯:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আজ শুক্রবার বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খবর বাসসের। উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি কোকো কুয়ালালামপুরে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধগণিতবিদ আবদুল মান্নান ভূঁইয়ার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবিআইডিআই এ্যাপারেলসের সোলার প্লান্ট পরিদর্শনে মাইকেল মিলার