আরচ্যারীতে ফাইনালের পথে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পদকের সম্ভবনা জাগিয়ে তুলেছেন কুলসুম আক্তার মনি। কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আরচ্যার। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার তিনি মুখোমুখি হবেন ভারতের প্রদীপ প্রিথিকার। কুলসুম আক্তার ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে ১৪২১৪০ ব্যবধানে হারান। কোয়ার্টারফাইনালে কুলসুম কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার বিপক্ষে জিতেন ১৪৬১৪৪ পয়েন্টে।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার জন্য সম্ভব সবকিছু করার প্রতিশ্রুতি ট্রাম্পের
পরবর্তী নিবন্ধমুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটন দাসের