আরও ১ শ্রমিকের মৃত্যু, এ পর্যন্ত মারা গেলেন দগ্ধ ৫ জন

চন্দনাইশে গ্যাস বিস্ফোরণ

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

চন্দনাইশে গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত আরও ১ শ্রমিক মারা গেছেন। ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মো. হারেছ প্রকাশ হারুন (২৯) নামে ওই শ্রমিক মারা যায়। তিনি উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকায় নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোলাইমান ফারুকী।

উল্লেখ্য, গত বুধবার ভোর সাড়ে ৬টার দিকে চন্দনাইশসাতকানিয়ার সীমান্তবর্তী দ্বীপ চরতী সর্বিরচর নির্জন এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় গুদামে অবস্থানকারী ১০ জন দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রথমে ৪ জনকে ঢাকার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে অগ্নিদগ্ধ অপর ৬ জনের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাদেরকেও ঢাকার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৫ জন মারা গেলেন। চিকিৎসাধীন অপর ৫ জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধইউপিডিএফ নেতা সুইপ্রু ৮ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান