আরও সুসংগঠিত করতে হবে কৃষক লীগকে

দক্ষিণজেলা কৃষকলীগের সভায় বক্তারা

| বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কৃষক লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে সম্মেলন প্রস্তুতি কমিটির সভা গতকাল বিকেলে আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কৃষকলীগের সভাপতি মো. আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কৃষকলীগের সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মোস্তাফা কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মো. রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব হিজবুল বাহার রানা। বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এডভোকেট উম্মে হাবিবা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আরমান চৌধুরী, কৃষকলীগের জাতীয় কমিটির সদস্য মোতাহের হোসেন বাবুল, মোয়াজ্জেম হোসেন বাদল, লক্ষীপুর জেলা কৃষকলীগের আহ্বায়ক পিএম আবদুল্লাহ। এতে বক্তব্য রাখেন দক্ষিণজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আবদুল মোনাফ চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য আসিফ ইকবাল, হরিপদ চৌধুরী বাবুল।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে সারাদেশে কৃষকলীগকে সুসংগঠিত করার নির্দেশ দেয়া হয়েছে। সরকারের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে এবং কৃষকদের জীবন মান উন্নয়নে কৃষকলীগের নেতা কর্মীদের আরো বেশি সুসংগঠিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ পানি সরবরাহে চট্টগ্রাম ওয়াসা ব্যর্থ হয়েছে
পরবর্তী নিবন্ধসাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ