আরও বেশি লোককে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চায় ইইউ

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৫৩ পূর্বাহ্ণ

ইউরোপে আশ্রয় পাওয়ার অধিকার নেই এমন আরও অভিবাসন প্রত্যাশীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ভালো সমন্বয় ও ভিসায় বিধিনিষেধের পদক্ষেপ নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বসছেন ইউরোপের অভিবাসন মন্ত্রীরা।

 

লোকজনকে ফেরত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতায় ব্যর্থ বিবেচিত হওয়া দেশগুলোর নাগরিকদের ভিসায় বিধিনিষেধ আরোপের বিষয়ে ২৭ দেশের জোট একমত হওয়ার তিন বছর পর বৈঠক হচ্ছে। খবর বিডিনিউজের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সহযোগিতা না করায় এখন পর্যন্ত শুধু গাম্বিয়াই আনুষ্ঠানিকভাবে ইইউর শাস্তি পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.৩৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধজাপান উপকূলে কার্গো জাহাজডুবিতে ৮ মৃত্যু