আরও চারটি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন

| সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার আরো চারটি স্থাপনার নাম বদলে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ধানমন্ডির মহিলা ক্রীড়া সংস্থার নাম বিগত আওয়ামী লীগ সরকার বদলে করেছিল ‘সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স’। বর্তমান সরকার সেই নাম বদলে নতুন নাম দিয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’। গত জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এই রিয়া গোপ। তার স্মরণে এখন থেকে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম-‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নাম বদলে ফেলা অন্য তিন ক্রীড়া স্থাপনা হচ্ছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স ও এনএসসি টাওয়ার শেখ কামাল মিলনায়তন। এই তিনটির নতুন নাম জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স, জাতীয় টেনিস কমপ্লেক্স ও জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন। কয়েকদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধটস হারায় লারার রেকর্ড স্পর্শ রোহিতের