আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম রেলস্টেশনে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি প্রকাশ হলেও তাদের বরখাস্ত করা হয় একদিন আগে।

তারা হলেন- সিপাহী মাইন হাসান রাকিব, লিটন চাকমা, হাবিলদার মো. রবিউল ইসলাম। আরেকজনের নাম জানা যায়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান বলেন, চট্টগ্রাম রেলস্টেশনে একটি অপ্রীতিকর ঘটনার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আরএনবির চারজন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।

জানা গেছে, সরকারি একটি বাহিনীর এক সদস্যকে ট্রেনে ওঠা নিয়ে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে নির্যাতন করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে বাম দলের শান্তিপূর্ণ হরতাল পালিত
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল একজনের