তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছেছে। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল প্রথমবারের মত বাংলাদেশ সফরে এসেছে। এই সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে আগামী ২৭ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে সকাল ১০ টায়। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ৩০ নভেম্বর। আর শেষ ওয়ানডে ম্যাচটি হবে ২ ডিসেম্বর। শেষ দুটি ম্যাচও শুরু হবে সকাল ১০ টায়। এরপর দু দল চলে যাবে সিলেটে। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি টি–টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচটি শুরু হবে ৫ ডিসেম্বর দুপুর ২ টায়। ৭ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচটি শুরু হবে একই সময়ে। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় এবং শেষ টি–টোয়েন্টি ম্যাচটি। এই ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। এই সিরিজটি যতটানা গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ডের জন্য তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কারন পরের বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজের সবকটি ওয়ানডে ম্যাচ জিততে হবে বাংলাদেশ দলকে। আর সে জন্য এরই মধ্যে সিরিজের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ফরম্যাটের সিরিজের জন্য ঘোষিত দলে ফেরানো হয়েছে অভিজ্ঞদের। লম্বা সময় পর ডাক পেয়েছেন জাহানরা আলম ও শারমিন আক্তার সুপ্তা। তাদের সঙ্গে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলাও। গত টি–টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ডাক পাওয়া তাজ নেহার এবার সুযোগ পেয়েছেন ওয়ানডেতে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা। বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।