আয়ারল্যান্ডের বিপক্ষে টিকে থাকার লড়াই আজ বাংলাদেশ যুবাদের

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

এশিয়া কাপ জিতে ভাল প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে গেলেও নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ভারতের কাছে। ফলে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধার করতে হলে পরের ম্যাচে জয়ের কোন বিকল্প নেই টাইগার যুবাদের। আর সে ম্যাচে আজ আয়ারল্যান্ড যুবাদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাঁধা টপকে সুপার সিক্সে খেলার দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। গত মাসে অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয় পেলেও, বিশ্ব মঞ্চে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাই সে ম্যাচের স্মৃতি ভুলে আজ নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ। এদিকে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হারলেও শুভ সূচনা করে আয়ারল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে আইরিশরা ৭ উইকেটে হারায় যুক্তরাষ্ট্রকে। গ্রুপ পর্বে ১টি করে ম্যাচ শেষে ২ করে পয়েন্ট আছে ভারত ও আয়ারল্যান্ডের। দ্বিতীয় ম্যাচেও হেরে গেলে বাংলাদেশের সুপার সিক্সে খেলার পথ অনেকাংশেই কঠিন হয়ে পড়বে। তখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচেতো জিততেই হবে, সেই সাথে অন্যান্য দলের হারের প্রত্যাশা করতে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে, সুপার সিক্সের লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে বাংলাদেশ।

এজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে। ২০২০ সালে প্রথমবারের মত অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। গত মাসে প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে শীতকালীন ক্রীড়ার ক্রিকেটে নুরুল হুদা কাদেরী স্কুল উপজেলা চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধক্রীড়াক্ষেত্র সমপ্রসারণে ভূমিকা রাখছে চসিক : মেয়র রেজাউল