আমেনা খাতুন স্মৃতি মহিলা ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মেয়েদের ফুটবল এখনো খুব একটা প্রসার লাভ করেনি। আর ফুটবলের সংক্ষিপ্ত ভার্সন ফুটসাল তো নয়ই। কিন্তু সে অভাবটা এবার কিছুটা ঘুচিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ও এনএইচটি হোল্ডিংস লিমিটেডের কর্ণধার, ক্রীড়াপ্রেমী সৈয়দ মোহাম্মদ তানসিরের উদ্যোগ। আলহাজ্ব মোহাম্মদ নাসিরউদ্দিন মেমোরিয়াল ট্রাষ্টের পৃষ্ঠপোষকতায় তানসির তাঁর দাদি এবং বিশিষ্ট রাজনীতিবিদ সীতাকুণ্ডের সাবেক এমপি প্রয়াত আবুল কাশেম মাস্টার ও প্যাসিফিক জিন্সের প্রতিষ্ঠাতা নাসিরউদ্দিনের মা আমেনা খাতুনের নামে টুর্নামেন্টের আয়োজন করেছেন।

গতকাল বিকেলে আগ্রাবাদ বেপারীপাড়ায় নবনির্মিত এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে আমেনা খাতুন স্মৃতি মহিলা ফুটসাল টুর্নামেন্ট। মেয়েদের জন্য চট্টগ্রামে এ প্রথমবারের মতো এ ফুটসাল টুর্নামেন্টের আয়োজন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ প্রধান অতিথি হিসেবে টুর্নামন্টের উদ্বোধন করেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের অন্যতম কর্মকর্তা সরওয়ার আলম চৌধুরী মনি’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ তানসির স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ চান্দু, ম্যাচ রেফারি ও সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরণ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের অন্যতম কর্মকর্তা নাজিমউদ্দিন, টুর্নামেন্টের সমন্বয়কারী সাহেদা সুলতানাসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ‘ক’ গ্রুপে রয়েছে: শাইনিং স্পোর্টস একাডেমি চট্টগ্রাম, মাদারবাড়ী শোভনীয়া ক্লাব, ঢাকা খিলগাঁও কিশোর একাডেমি, ঢাকার প্রিমিয়ার লিগের নাসরিন স্পোর্টস একাডেমি, বান্দরবান শাইনিং স্পোর্টস একাডেমি চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার। ‘খ’ গ্রুপে কিশোরগঞ্জ সাইনিং স্পোর্টস একাডেমি, ঢাকা শাইনিং একাডেমি, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ফুটবল একাডেমি ও হালিমা ফুটবল একাডেমি চট্টগ্রাম। ঢাকা, কিশোরগঞ্জ ও বান্দরবানসহ চট্টগ্রামের ১১টি দল দুই গ্রুপে ভাগ হয়ে এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সরাসরি সেমিফাইনালে লড়বে। আজ রোববার রাত ১০ টায় ফাইনাল শেষে পুরষ্কার বিতরণ করা হবে।সমাপনী অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ ও সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রধান অতিথি থাকবেন। এছাড়া নাসিরউদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. তানভির বিশেষ অতিথি থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সাকিবের বাড়িতে শান্তরা
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় নির্বাচন এএনসির তিন দশকের আধিপত্যের অবসান ঘটছে