আমি উঠে এসেছি–
নিঃস্ব–অসহায়ের জীর্ণ আবাসের
নিভু নিভু প্রদীপের অন্ধকার গৃহ–কোণ থেকে
আমি উঠে এসেছি–
দারিদ্র্যক্লিষ্ট, রোগ–দীর্ণ জননীর জল ছল ছল
চোখের বেদনার্ত চাহনি থেকে
আমি উঠে এসেছি–
কৃষকের লাঙ্গলের ইস্পাতের ফলা থেকে
আমি উঠে এসেছি–
হো চি মিন–এঁর লাঠির অভঙ্গুর হাতল থেকে
আমি উঠে এসেছি–
অতলান্ত মহা–সাগরের বিশাল ঘূর্ণাবর্ত থেকে
আমি উঠে এসেছি–
আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার অগ্নি উদগীরণ থেকে
আমি উঠে এসেছি–
পদ্ম গোখরের বিষাক্ত ছোবল থেকে
আমি উঠে এসেছি–
মাস্টারদা সূর্যসেনের ফাঁসির রজ্জু থেকে
আমি উঠে এসেছি–
প্রবল বেগে ধেয়ে আসা উল্কাপিন্ডের প্রচণ্ড ঘর্ষণ থেকে
আমি অমর – আমি অজয়
আমি বিপ্লবী – আমি সমাজ রূপান্তরের সৈনিক।