আমি সবার : ধর্ম উপদেষ্টা

পটিয়ায় জিরি মাদ্রাসায় ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমি শুধু মুসলমানের মন্ত্রী নই, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান এমনকি পাহাড়ি বিভিন্ন উপজাতি থেকে শুরু করে সবার মন্ত্রী। দেশের কতিপয় ব্যক্তি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হিন্দুদের ঘর বাড়ি ও মন্দিরে হামলা ভাঙচুরের মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র ফেসবুকেই। বাস্তবতার সাথে এর কোনো মিল খোঁজে পাওয়া যাবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় ছাত্রশিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দেশে কিছু সংস্কার আনার পর জাতীয় নির্বাচন দেয়া হবে। নির্বাচিত সরকারের হাতে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবেন। তবে কতোদিন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে তার সঠিক সময় এখনও নির্ধারণ হয়নি। আমার নিজের মেয়াদও কতোদিন আমি জানি না। ছাত্রজনতার সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা ও যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে অনেক নিহত ও আহতদের সাহায্য সহযোগিতা দেয়া হয়েছে। এই আন্দোলনে যে সমস্ত মাদ্রাসার ছাত্র আহত ও নিহত হয়েছে তাদের সরকারিভাবে সহযোগিতা ছাড়াও বিত্তবান লোকদের এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। পরে উপদেষ্টা ও জিরি মাদ্রাসার শিক্ষক ড. আ ফ খালিদ হোসাইন মাদ্রাসার মাস্টার্স (দাওরায়ে হাদিস) বিভাগে সংক্ষিপ্ত সময়ে একটি ক্লাস নেন এবং জিরি মাদ্রাসার সাবেক মহাপরিচালক পীরে কামেল মরহুম শাহ্‌ মোহাম্মদ তৈয়ব এর কবর জেয়ারত করেন।

মাদ্রাসার মহাপরিচালক মওলানা মোহাম্মদ খোবাইব এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। উপস্থিত ছিলেন জিরি সুবেদার স্টিল এর চেয়ারম্যান লোকমান হাকিমের ছেলে তারেক ফেরদৌস নাঈম, ব্যবসায়ী এনামুল হক এনাম, শিল্প প্রতিষ্ঠান ফুলকলি’র মালিক রফিকুল ইসলাম, বনফুল এর এম ডি আবদুর শুক্কুর, ব্যবসায়ী নুরুল আবছার, মোহাম্মদ আলী, মাওলানা মোহাম্মদ শোয়াইব, মাওলানা মোস্তাক আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবেক্সিমকো, বসুন্ধরা, সামিট, ওরিয়ন ও নাসা গ্রুপের মালিকদের বিষয়ে অনুসন্ধানে এনবিআর
পরবর্তী নিবন্ধস্বর্ণের দামে টানা তিনবার রেকর্ড