আমি যদি বাঙালি হই
তবে আমার মাথায় টুপি, হিজাব থাকবে
আমি বাঙালি হলে
কপালে লাল সিঁদুর, হাতে শাখা থাকবে
আমি যদি বাঙালি হই
কেয়াং, প্যাগোডা, গৈরিক বসনধারী থাকবে
আমি যদি বাঙালি হই
চার্চ হতে ঘন্টাধ্বনির আওয়াজ ভেস আসবে
আমি যদি বাঙালি হই
পহেলা বৈশাখের মঙ্গলশোভা পথে নামবে
আমি যদি বাঙালি হই
ফেব্রুয়ারির বই মেলায় আড্ডা জমবে।
আমি যদি বাঙালি হই
কন্ঠে মাটির গান সুরে সুরে গাইবে।
আমি যদি বাঙালি হই
স্বাধীন বাংলায় মনের কথা কইবে।