‘আমি’ নয়, ‘আমরা’য় জোর দেয় লায়নিজম

লায়ন্স ক্লাব চিটাগংয়ের সভায় এম এ মালেক

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

সেবা কার্যক্রম ও সৌভ্রাতৃত্ব সমৃদ্ধকরণে লায়নিজম ‘আমি’ নয়, বরং ‘আমরা’য় প্রতি জোর দেয়। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর নিরন্তর প্রচেষ্টায় মানবতার প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে এগিয়ে যেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বিন্দু বিন্দু করে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে জনসেবা চালিয়ে যেতে হবে। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মাসিক নিয়মিত সভায় ক্লাবের প্রবীণ সদস্য ও প্রাক্তন জেলা গভর্নর এম এ মালেক এ আহ্‌বান জানান। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট বাবুল কান্তি লালার সভাপতিত্বে ও সেক্রেটারি ইসমাইল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভা গতকাল শনিবার চিটাগং সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য ও প্রাক্তন জেলা গভর্নর নাজমুল হক চৌধুরী, ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস, মঞ্জুর আলম মঞ্জু, কামরুন মালেক, প্রাক্তন ভাইস জেলা গভর্নর শেখ মোহাম্মদ ফারুক, প্রাক্তন কেবিনেট সেক্রেটারি গোপালকৃষ্ণ লালা, প্রাক্তন কেবিনেট ট্রেজারার তপন কান্তি দত্ত, মোসলেহউদ্দিন খান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার রাজিব সিনহা, রিজিয়ন চেয়ারপার্সন ডাঃ মেসবাহউদ্দিন তুহিন, জোন চেয়ারপার্সন মোঃ আবদুর রব শাহীন, সদ্যপ্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট এম সোহেল খান, ভাইস প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, মোঃ নাজমুলের শাকের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আইয়ুব, ট্রেজারার বাসুদেব সিনহা, জয়েন্ট ট্রেজারার সারাহ তানভি, ক্লাব সদস্য দীপ্তি রাণী লালা, ডাঃ ফাহিম হাসান রেজা এবং নবাগত ক্লাব সদস্য ডাঃ অশোক কুমার দাশ।

সদ্যপ্রয়াত প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট নাসির উদ্দীন চৌধুরী ও আবু তাহের খান এবং রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার তপন কান্তি দত্তের মাতার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সভার কার্যসূচি অনুসারে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নবাগত সদস্যদের স্কুলিং পরিচালনা করেন ক্লাবের প্রাক্তন সভাপতিবৃন্দ রাজিব সিনহা, গোপালকৃষ্ণ লালা এবং ডাঃ মেসবাহউদ্দিন তুহিন।

সভায় লায়ন নেতৃবৃন্দের মাঝে অংশগ্রহণ করেন সিনিয়র গভর্নর এডভাইজার সিলভাস্টার বার্নাডেট, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার মোহাম্মদ ইসমাইল চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন সাধন কুমার ধর, ক্লাব ডিরেক্টর রোকেয়া জামান, মহাদেব ঘোষ, বেলায়েত হোসেন, অনুপম মজুমদার, কিশওয়ার জাহান খান, নূর আকতার জাহান, মোহাম্মদ আইয়ুব, বিশ্বজিৎ বড়ুয়া, বাবুল চন্দ্র বণিক, নাসরিন আকতার, ইমরান আহমেদ, জামিলা আকতার, শামীম আরা লুসি, কাঞ্চন বড়ুয়া, ডাঃ মুজিবুল হক চৌধুরী, রতন দাশ, সুচরিত চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, শিল্পী দত্ত গুপ্ত, সৈয়দ জাবিদ হোসাইন, এডাম ম্যাথিউ গনসালভেস, কাজী শাহাদাৎ হোসেন, মোহাম্মদ আকতার হোসেন, মো: আজিজুল হক, মোহাম্মদ শহীদুল ইসলাম, আমীরুন নেসা লাইজু, শাহিদা কামাল নাজু, ফেরদৌস খান, পম্পি লালা, মানস মল্লিক, সোহানা মেহজাবিন, রাহনুমা মরিয়ম, অরুণ চন্দ্র পালিত, মো: হারুনুর রশীদ, আয়েশা হক শিমু, মোহাম্মদ ইউসুফ সিকদার এবং সুরাইয়া জেরিন। প্রাক্তন লায়ন জেলা

গভর্নর ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস বলেন, লায়নিজমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেবাকর্মের প্রতি দরদী মনমানসিকতা। প্রাক্তন জেলা গভর্নর ও চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কামরুন মালেক লায়ন নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, লায়নিজম সেবার পাশাপাশি পারষ্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতি অত্যধিক নজর দেয় বলেই শতবছর পেরিয়ে এ সংগঠন মানুষের মুখে হাসি ফোটানোর কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর অ্যাডমিশন ফেস্টিভ্যাল উদ্বোধন
পরবর্তী নিবন্ধজনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা : মনজুর আলম