আমি তোমার মুগ্ধ পাঠক বোধের ঠোঁটে নীল
যতই পড়ি কপালে টিপ
জেগে ওঠে হেসে ওঠে
চি বু কে এক তিল:
আসল কথা বলেই ফেলি তো মা কে মুই
পাঠ করি না ভোরের আলোয় ফুলকে তুলি শুধু
গন্ধরাজে তোমাকে পাই চাঁপার ঘ্রাণে বন্যা
আমার বুকে বসত করে রাধাচূড়া বামুনহাটি
তোমার বুকে ক্যামেলিয়া স্বণঝুরি তুষারমতি
ভুঁইচাঁপাফুল ঝুমকোজবা
বুনোগোলাপ গোলকমণি
সাগরিকা দোলনচাঁপা হ্যামেলিয়া জাফ্রানি ফুল
আমার প্রাণে খেলনা খেলো আগুন তুমি কন্যা:
আমি তোমার সহজ পাঠক মেঘের রঙে বাস
এই পৃথিবীর সব সবুজে
তোমার চরণ নৃত্য করে
গানকে জাগায় ঘুঙুর বাজায়
তোমার রূপে বিশ্ব জুড়ে
কেঁপে ওঠে ঘাস
ঘাস মানে তো জানো তুমি ম নো ভূমির চাষ।