আমিলাইষ ইউনিয়ন যুবদলের এক কর্মী সমাবেশ গতকাল বুধবার আমিলাইষের একটি কমিউনিটি সেন্টারে যুবদল নেতা লোকমান হাকিম মুক্তার সভাপতিত্বে ও মো. তারেক এবং মো. তানভীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন ইফতেখার চৌধুরী রাজিব, মোহাম্মদ শাহজাহান, মো. শহীদুল্লাহ, আজিজুল হক। প্রধান অতিথি বলেন, রাষ্ট্র সংস্কারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবদলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।