সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি বন্যায় মারা গেছেন বোয়ালখালী উপজেলার প্রবাসী এস এম সাজ্জাদ (৩৬)। তিনি সেখানকার ফুজাইরাহ প্রদেশে বন্যার পানিতে তলিয়ে গিয়েছিলেন। তার মরদেহ গত বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করে ফুজাইরার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন। তিনি গতকাল শুক্রবার রাতে জানান, পোপাদিয়া ইউনিয়নে সৈয়দপুর গ্রামের মরহুম ফরিদ আহম্মদের চতুর্থ সন্তান সাজ্জাদ। জানা গেছে, সাজ্জাদ আল-আইল সানাইয়ার একটি গাড়ির গ্যারেজে কাজ করতো। গত বুধবার (২৭ জুলাই) পানির স্রোতে ভেসে গিয়েছিলেন। পরে তার মরদেহ উদ্ধার করে ফুজাইরাহ পুলিশ। তার মরদেহ বর্তমানে ফুজাইরার একটি হাসপাতালে রাখা হয়েছে। ভারী বৃষ্টিতে আরব আমিরাতের বেশকিছু উপত্যকা প্লাবিত হয়েছে। দেশটির আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে পাঠানো হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে দুবাই বাংলাদেশ কন্স্যুলেট।












