আমিরাতের মেয়েদের হারিয়ে প্রস্তুতি সম্পন্ন অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের ফুটবলে এশিয়া কাপ বাছাইয়ের প্রতিযোগিতা চলছে। এরই মধ্যে বাংলাদেশ নারী ফুটবল দল আগামী বছর অনুষ্ঠেয় এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুরুষ ফুটবল দল লড়াই চালিয়ে যাচ্ছে। একই সাথে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করতে লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব১৭ নারী ফুটবল দল । তবে এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রস্তুতিটা বেশ ভালভাবেই সেরে নিচ্ছে। এরই মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সহজ জয় পেয়েছে বাংলার কিশোরীরা। গত বৃহস্পতিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় প্রীতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব১৭ নারী ফুটবল দল সহজেই হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত নারী ফুটবল দলকে। স্বাগতিকদের ৩০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব১৭ নারী ফুটবল দল।

প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করে সাইফুল বারী টিটুর দল জিতেছে ৩০ ব্যবধানে। বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচটি খেলেছিল সিরিয়ার বিপক্ষে। আর সে ম্যাচে সিরিয়া নারী ফুটবল দলকে হারিয়েছিল ২০ গোলে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। অন্য গোলটি আসে আলপি আক্তারের পা থেকে। অপরদিকে আগের ম্যাচে সিরিয়ার বিপক্ষে দুটি গোলই করেছিলেন আলপি আক্তার। এএফসি নারী অনূর্ধ্ব১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ গতকাল শুক্রবার দুপুরে সংযুক্ত আরব আমিরাত থেকে জর্ডান চলে গেছে। সেখানে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ নারী অনূর্ধ্ব১৭ দল দুটি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচে বাংলাদেশের কিশোরীদের প্রতিপক্ষ যথাক্রমে চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর চীনে অনুষ্ঠিত্য অনূর্ধ্ব১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে। এদিকে এএফসি অনূর্ধ্ব১৭ নারী এশিয়া কাপ বাছাই পর্বের জন্য নিজেদের বেশ ভালভাবেই প্রস্তুত করে নিয়েছে বাংলাদেশের কিশোরীরা। যদিও বাছাই পর্বের দুটি প্রতিপক্ষই বেশ শক্তিশালী। তারপরও বাংলাদেশ দল আশা করছে এশিয়া কাপের চুড়ান্ত পর্বে কোয়ালিফাই করতে সক্ষম হবে।

পূর্ববর্তী নিবন্ধসুন্দর জামা ছিল না বলে প্রতিবেশীরা দাওয়াত দিত না মারুফাদের
পরবর্তী নিবন্ধসিরিজে টিকে থাকার লড়াই আজ বাংলাদেশের