আজ ২৪ আগস্ট হতে ০৪ সেপ্টেম্বর পর্যন্ত পটিয়া আমিরভাণ্ডার শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ঈদে মিলাদুন্নবীর (দ.) ১৫০০ বছর উদযাপন উপলক্ষে ২৩তম বার দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী ও খতমে সালাওয়াতে রাসুল (সা.) মাহফিল দরবারের শাহী ময়দানে অনুষ্ঠিত হবে। এতে আলে রাসুল (দ.), আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী ও সুদূর ভারতের কচওয়াছা দরবার শরীফের সাজ্জাদানশীন এবং দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, শিক্ষানুরাগী, সমাজসেবক, সাংবাদিক, লেখক–গবেষক বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দরবার ও খোলাফায়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীর আওলাদেপাকগণ উপস্থিত থাকবেন। মাহফিল কমিটির পক্ষ থেকে সকলকে সবান্ধবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।