হাটহাজারীর ফরহাদাবাদে পবিত্র রমজান উপলক্ষে আমিন নার্গিস ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৪ শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফরহাদাবাদ ইউনিয়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। চার শতাধিক পরিবারের প্রতিজনকে খেজুর, ছোলা, সেমাই, চাপাতা, কনডেন্স মিল্ক, পেঁয়াজ, লবন, চিড়া, চিনি, চাল, সয়াবিন তেল সহ ১১ কেজি করে ইফতার সামগ্রী দেয়া হয়েছে।সংগঠনটির চেয়ারম্যান আমেরিকা প্রবাসী ডা. মো.আমিন উল্লাহ বাহার চৌধুরী জানান, আমিন নার্গিস ফাউন্ডেশন অসহায় গরিব দুস্থ রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত–মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।