গত ১০ ডিসেম্বর আওলাদে রাসুল (দঃ) দপ্তরে গাউসুল আযম হযরত মাওলানা সৈয়দ আমিনুল হক ওয়াসেল মাইজভাণ্ডারীর (কঃ) ১১৯ তম ওরশ মাইজভান্ডার শরীফ আমিন মঞ্জিলে অনুষ্ঠিত হয়। পবিত্র খতমে কুরআন দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী নানা আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার আশেক ভক্তদের উদ্দেশ্যে ইসলামি তালিম মাহফিল, আলোচনা সভা, মানব সেবামূলক বিভিন্ন কার্যক্রম, রওজা শরীফ জিয়ারত, উম্মুক্ত তাবারুক বিতরণ শেষে আওলাদে রাসুল (দঃ) শাহসুফি সৈয়দ ওসমান কাদের মাইজভাণ্ডারী (মাঃ) এর পক্ষে তার শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী (মাঃ) আখেরী মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।