আমায় শূন্যতায় ভাসাতে ভাসাতে যদি পূর্ণ হতে চাও

অঞ্জলি বড়ুয়া | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

আমি বেদনার নীল সমুদ্রে ডুব দিয়ে একরাশ আনন্দ খু্‌ঁজে এনে তোমাকে দিলাম, তাতেই আমার তোমায় না পাওয়ার সুখটুকু খুঁজে নেই। আমি নীল আকাশের সব নীল থেকে একটুকরো নীল তোমাকে দিলাম, তুমি নীলাঞ্জন হয়ে আমাকে বেদনা দাও, আমার খুশিটুকু ম্লান হয় তাতেই। আমি আমার সব প্রিয় ফুলে ফুলে বিচরণ করে তোমাকে এনে দিলাম- তোমার সবচেয়ে প্রিয় ফুলটি যা ফুটে থাকে তেমার গোপন হৃদয়ে।
আমি সব পাখির সাথে ডানা মেলে উড়ে উড়ে একটি সুখের পালক তোমাকে দিলাম, যার মোলায়েম পরশ তুমি ব্যবহার করো তোমার সুখের অভিসারে। আমি হাজার মানুষের ভিড়ে তোমার জন্য তুলে রাখি ভালোবাসা রাশি রাশি, তুমি খুঁজতে খুঁ্‌জতে তাও নিয়ে ফেলো চুপিসারে।
আমি লক্ষ প্রদীপ জ্বালিয়ে রেখে তোমার অপেক্ষা করতে করতে নিভে যায় সব প্রদীপ, শুধু একটি প্রদীপ জ্বলতে থাকে, সেটাও তোমাকে দিলাম। আমার মন, মনের সব কথা বলতে বলতে যখন সব বলা শেষ, যে কথাটি বলা হয়নি সেটাও তোমার, সেটাও কেমনে জেনে ফেলো তুমি, না জানিয়ে বলো নিয়ে নিলাম।
তবুও দিয়েই যাবো, আমায় শূন্যতায় ভাসাতে ভাসাতে যদি পূর্ণ হতে চাও তুমি, তোমার প্রিয়জনের তথাকথিত ভালোবাসায় তবে তাই হোক। ধন্য হও তুমি, তোমার চাওয়া যদি তাই হয়, হোক না, তোমার প্রবঞ্চিত চাওয়ায় অভিযোগ থাকলেও করবো না আমি কোনো শোক।

পূর্ববর্তী নিবন্ধভাবতে হবে জনপ্রতিনিধি নির্বাচনের আগে
পরবর্তী নিবন্ধগ্লাসগো থেকে বাড়ি ফেরা