আমার মৃত্যু হবে রহস্যময় পরিস্থিতিতে

ইলন মাস্কের নয়া টুইট নিয়ে জোর চর্চা

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

এই পোস্টের ঠিক এক ঘণ্টা আগেই তিনি এক রাশিয়ান আধিকারিকের পোস্ট শেয়ার করেন। পর পর এই দু’টি পোস্টকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে। জীবন সংশয়ে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। সোমবার এক টুইটে তিনি তেমনই ইঙ্গিত দিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, তাঁর মৃত্যু হবে রহস্যময় পরিস্থিতিতে।

সম্প্রতি ৪,৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনেছেন ইলন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৭০২ কোটি ৫২ লাখ টাকা। তার ঠিক এক সপ্তাহ পর তিনি নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা নিয়ে টুইট করলেন। সেই টুইটে তিনি লিখেছেন, আমার যদি কোনও রহস্যময় পরিস্থিতিতে মৃত্যু হয়! জেনে ভাল লাগছে।

এই পোস্টের ঠিক এক ঘণ্টা আগেই তিনি এক রাশিয়ান আধিকারিকের পোস্ট শেয়ার করেন। যে পোস্টে ওই আধিকারিক লিখেছিলেন, ইউক্রেনে অস্ত্র এবং সেনা পাঠাচ্ছে পেন্টাগন। এই সেনা এবং অস্ত্র পাঠানোর সঙ্গে ইলন জড়িত।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩১.৭৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকেলেঙ্কারির জেরে জাতিসংঘ কর্মকর্তার পদত্যাগ