আমার বাঁধন তোমার হাতে

ঊর্মি বড়ুয়া | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

আমার নির্বাক চাহনির বিস্তৃতিতে

স্বপ্নেরা দ্যূতি ছড়িয়েছে তোমার আলোয়।

যেখানে আমার ঘুড়িটি উড়েছিলো

তোমার হাতের নাটাইয়ের অদৃশ্য সুতোয়।

বারংবার আমি অপেক্ষায় রইলাম

কবে জানি পড়বে সুতোয় টান।

আমার তখন আনন্দের কল্লোলে

শৈলরাজের চূড়া হতে সাগরে ভাসমান।

ভাবছি তখন বোকার মতন

আমিই অনন্যা, তোমার মুরতি ভালোবেসে

আমার বাঁধন তোমার হাতে

আসবো ফিরে তোমার কাছে অবশেষে।

এবং আমি জানি

তোমার চেয়েও তোমায় ভীষণ ভালো

আমার আমায় জানতে কভু

প্রয়োজন কিই বা ছিলো?

তোমার হাতে ছিলো আমার

সকল শখের শেকল চাবি

তোমার নেশায় মত্ত আমি

দেইনি শর্ত, রাখিনি দাবি

সবটুকু যার উজাড় করে

দখল করে নিলেই যদি

অধিকারের কথায় সে যে

দূরের ভীষণ নিশ্চুপ বিবাদী।

পূর্ববর্তী নিবন্ধবাবাকে মনে পড়ে
পরবর্তী নিবন্ধহজরত মতিয়র রহমান শাহ ফরহাদাবাদি