আমার প্রিয় দৈনিক আজাদী

কাজী ইব্রাহিম সেলিম | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী আমার অনেক প্রিয় একটি পত্রিকা। ভোরে ঘুম থেকে উঠে দৈনিক আজাদীর পাতায় চোখ রাখলেই যেন পুরো চট্টগ্রামটা চোখের সামনে উঠে আসে। সত্য প্রকাশে নির্ভীক। সত্য সংবাদটা অনেক সাহসিকতার সাথে প্রকাশ করে বাংলার প্রতিটি মানুষের আস্থা অর্জন করেছে। বাংলাদেশের স্বাধীনতায়ও আজাদীর অবদান কম নয়। দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক চট্টগ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক। আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এ পত্রিকাকে দীর্ঘজীবী করার পেছনে যার অবদান তিনি হলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেকের সুযোগ্য সন্তান দৈনিক আজাদীর সম্পাদক শ্রদ্ধেয় এম এ মালেক। আমার সৌভাগ্য হল যে, দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে আমিও কতো মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে জন সেবার কাজ করতে পেরেছি। আমার অনেক লেখা দৈনিক আজাদীতে প্রকাশ করেছেন। দৈনিক আজাদীর ৬১ বছর পূর্ণ হয়ে ৬২ তে পদার্পণে দৈনিক আজাদীকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদীর পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক
পরবর্তী নিবন্ধআজাদীর প্রতি ভালোবাসা