পতাকা আমার রক্ত-মাংস
পতাকা আমার প্রাণ,
ভিনদেশী পতাকা নহে
গো ভাই
স্বদেশী পতাকা উড়ান।
পতাকা আমার অস্থি-মজ্জায়
পতাকা আমার চোখে,
এই পতাকার ভালবাসা মোরে
গর্ব দিয়েছে বুকে।
দেশের তরে যদি কখনো
আসে গো আমার মরণ,
এই পতাকা কাপন বানিয়ে
করিও আমায় দাফন।